
সাইমন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ নং রায়পুর ইউনিয়নের শিহিপুর (ভেলাজান) এ ৩ ঘন্টার ব্যবধানে বাবা ছেলের মৃত্যু হয়েছে।
১৩ আগষ্ট (শুক্রবার) বিকেল ৫:৩০ মিনিটে ছেলে আইনুল হক (৩২) ও রাত ৮:৩০ মিনিটে বাবা আবুল হোসেন (৭৫) মারা যায়।
স্থানীয় লোকজন ও প্রতিবেশীরা জানায়, এক সন্তানের পিতা আইনুল হক বিকেলে ঘরে শুয়ে ছিলো হটাৎ তিনি বুকের ব্যথা অনুভব করলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগেই তিনি মারা যান।
এছাড়াও কর্মজীবনে তিনি ভেলাজান বাজারে মের্সাস আমিন মেডিকেল হল এ ডাঃ কছিম উদ্দিনের চেম্বারে দীর্ঘদিন কর্মরত ছিলেন।
আপরদিকে ছেলের মৃত্যু খবর শুনে হাটাচলা করতে না পারা শয্যাশায়ী পিতা আবুল হোসেন শোক সামলাতে না পেরে রাত ৮:৩০ মিনিটে নিজ বাড়িতে বিছানায় মৃত্যু বরণ করে এবং দীর্ঘদিন ধরে তিনি প্রতিবন্ধি হয়ে ছিলেন বলে তারা জানান এছাড়া মৃত্যু কালে তিনি আরো তিন ছেলে এক মেয়ে নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তাদের এই আকস্মিক মৃত্যুতে পরিবার সহ এলাকায় বইছে শোকের ছায়া।
৯ নং রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমি শুনেছি খুবই বেদনাদায়ক আশা করি তাদের পরিবার এই শোক কাটিয়ে উঠবে।