
অন্তর আহম্মেদ,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁয় করোনাকালে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রাপ্ত করোনাকালীন আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৩ আগষ্ট) দুপুর ১২টায় নওগাঁ সদর উপজেলা হল রুমে চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, করোনার মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সরকার প্রধানের দক্ষতা ও দৃঢ়তায় আমাদের অগ্রযাত্রা সমৃদ্ধির পথে রয়েছে। বর্তমান পরিস্থিতিতে করোনা মোকাবিলায় জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকে জোড়ালো ভূমিকা রাখতে হবে।
তিনি আরো বলেন, বিশ্বের অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশের গণমাধ্যম অনেক বেশি স্বাধীন। প্রধানমন্ত্রীর উদ্যোগে করোনাকালে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। সাংবাদিকদের মধ্য যেন কোন বিভেদ না থাকে। মনে রাখতে হবে, সাংবাদিকরা সমাজের দর্পণ। সকল সাংবাদিক সম্মেলিত ভাবে সরকারের উন্নয়ন ও দেশের সমস্যা ও সম্ভবনা নিয়ে কাজ করবে সম্মিলিত ভাবে এমনটাই প্রত্যাশা করছি।
জেলা প্রশাসক হারুন -অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনি,সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম ,নওগাঁর প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ মনি ও জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদ হাসান সিদ্দিকী স্বপন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ সরকার মনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চ্যানেল আই এর জেলা প্রতিনিধি কায়েশ উদ্দিন।
পরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রাপ্ত প্রত্যেক সাংবাদিকের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক হারুন -অর রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইব্রাহিম,সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা ইমাম উদ্দিন, জেলা মুক্তিযুদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার হারুন- অল রশিদ প্রমুখ।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালে (দ্বিতীয় পর্যায়) ক্ষতিগ্রস্ত নওগাঁ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যসহ জেলার ৫১ জন সাংবাদিককে ১০ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।