হরিপুরে জাতীয় শোক দিবস ও মাসিক আইন শৃংখলার সভা অনুষ্ঠিত

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস ১৫আগষ্ট পালন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও মাসিক আইন শৃংখলার সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ই আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে নিবাহী কমকর্তা আব্দুর করিম এর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে দিনব্যাপি বিভিন্ন কমসূচি গ্রহণ করা হয়েছে। এবং উপজেলা আইন শৃংখলার উন্নয়নের বিষয়ে

করোনার সচেতনা বৃদ্ধি করা, মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে, এছাড়াও আইন শৃঙ্খলা মাসিক সভায় বেশি প্রাধান্য পেয়েছে, গত ১৮ই জুলাই যোগাযোগ মাধ্যম ফেসবুক এ হরিপুরের অপসাংবাদিকতা তৎপরতার বৃদ্ধি ও প্রশাসন কে চ্যালেঞ্জ করে একটি ভিডিও ভাইরাল হওয়াই এবিষয়ে সভায় সবার সম্মতিতে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।

এসময় সভাই বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউর হাসান মুকুল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান হরিপুর থানার অফিসার ইনচার্জ আওরঙ্গজেব, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল, হরিপুর দুনীতি প্রতিরোধ কমিটির সম্পাদক ও প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি নগেন্দ্র রামদাস। উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ কাইয়ুম পুস্প, হরিপুর প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আব্দুর রসিদ, ৫০বিজিবি ও ৪২ বিজিবি নায়েক সুবেদার, ৫ ইউনিয়নের চেয়ারম্যানসহ সদর ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মংলা প্রমুখ।