নওগাঁয় ডিবির উপর হামলা, হ্যান্ডকাফসহ মাদক কারবারি পলাতক, আটক ২ 

অন্তর আহম্মেদ,নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপর হামলা চালিয়ে আটককৃত মাদককারবারি খলিলুর রহমানকে (৪৮) ছিনিয়ে গেছে তার লোকজন। হামলার ঘটনায় ২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। হামলায় গোয়েন্দা পুলিশের কনস্টেবল আনোয়ার হোসেন (৩০) আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়বেলালদহ (নাপিতপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। মাদক কারবারি খলিলুর রহমান ওই গ্রামের মৃত আবদুল মন্ডলের ছেলে।

হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাদক কারবারি খলিলুর রহমানের স্ত্রী পারুল বেগম (৪৫) ও প্রতিবেশি মৃত মসলেম উদ্দিন মোল্লার ছেলে লাদু মোল্লা (৫০) আটক করা হয়েছে।

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মহসীন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি খলিলুর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০ গ্রাম হেরোইনসহ খলিলকে আটক করে হ্যান্ডকাফ পরিয়ে দেন কনস্টেবল আনোয়ার হোসেন। এ সময় খলিলুর রহমানের স্ত্রী পারুল বেগম লোহার একটি রড দিয়ে কনস্টেবল আনোয়ার হোসেনকে বেধড়ক পেটাতো থাকেন।

তিনি আরো বলেন, ঘটনায় হৈচৈ পড়ে গেলে খলিলুর রহমানের প্রতিবেশি লাদু মোল্লা একটি হাতুড়ি নিয়ে বাড়ির ভেতরে এসে কনস্টেবল আনোয়ার হোসেনকে মারপিট করে মাদক কারবারিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে দেন। পরে আহত কনস্টেবলকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি এসএস পাইপ, একটি হাতুড়ি ও একটি লাঠি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর ইনচার্জ কে এম শামসুদ্দিন জানান, হামলার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। পলাতক খলিলুর রহমানকে গ্রেপ্তারের অভিযান চলছে।