
আলমগীর হোসেন,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি,,
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যমুনা টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম ডালিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। জানা যায়, আরিফুল ইসলাম ডালিম করোনায় আক্রান্ত হলে গত ২৩ জুলাই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল।
দুপুরে সাভারের আমিনবাজার এলাকায় পৌঁছালে শারীরিক অবস্থার আরও অবনতি হয় আরিফুল ইসলামের। পরে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষানিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যমুনা টেলিভিশনের পাশাপাশি দেশ রূপান্তর এবং ইউএনবির জেলা প্রতিনিধি ছিলেন আরিফুল ইসলাম ডালিম। তিনি সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা শাখার সহসাধারণ সম্পাদক ও জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন।