
রাগীব আহসান রাজু হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
বুধবার ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলায় বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে খুলনার রুপসায় শিয়ালী গ্রামের হিন্দুপাড়ায়, পটুয়খালী কলাপাড়ায় রাখাইন এলাকায়, মৌলভীবাজার, কুলাউড়ার আদিবাসী সম্প্রদায়সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক হামলা, লুটপাট ও ভাংচুর এর প্রতিবাদে সমাবেশে বক্তব্য রাখেন হরিপুর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু অনিল চন্দ্র বর্মন, সাধারন সম্পাদক বাবু রাজেন চন্দ্র রায়। এসময় উপস্থিত ছিলেন হরিপুর পুঁজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার বাবু নগেন কুমার পাল, বাবু উমাকান্ত ভৌমিক প্রমুখ।