
স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধান:-
খুলনা জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে ও বাংলদেশ জাতীয় হিন্দু মহাজোট এবং জেলা পুজা উদযাপন পরিষদের সার্বিক সহযোগিতায় খুলনাজেলার রুপসা উপজেলার শিয়ালী গ্রামসহ দেশে বিভিন্ন সময়ে ধর্মীয় উপসনালয়ের মুর্তি ও বাড়ি ঘর ভাঙচুর এবংলুটপাটের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্হানীয় পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত হয়।
হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের মহানগর সভাপতি বীরেন্দ্রনাথ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন খুলনা মহানগর পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক শ্যামল কুমার সিং,জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণপদ দাস,সাধারন সম্পাদক রবীন্দ্রনাথ দত্ত,সাবেক সংসদ ননীগোপাল মন্ডল,অ্যাডঃনিমাইচন্দ্ররায়,অসিতবরনবিশ্বাস,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের জেলাআহবাহয়ক ধীরাজ কুমার মন্ডল,যুগ্ম আহবায়ক তুহিন রায়,ইনাদ্রজিত টিকাদার,পরিতোষ কুমার রায়,মিঠু দে,কানন মল্লিক,মাধুরী মন্ডল,শক্তিপদ রায়,হরপ্রসাদ বিশ্বাস,জেলাযুব হিন্দু মহাজোটের আহবায়ক পরাগ পাইন,বটিয়াঘাটা পুজা উদযাপন পরিষদের সভাপতি বিধান চন্দ্র রায় প্রমুখ।
সভায় বক্তরা ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা ও নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহন পুর্বক দৃষ্টান্তমুলক শাস্তি দাবিরপাশাপাশিসংখ্যলঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় এবংসংখালঘুদের নিরাপত্তা আইন পাস করার জন্য জোর দাবি জানিয়েছেন।