রুহিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

আনোয়ার হোসেন, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ-

রুহিয়া বজ্রপাতে তৌহিদুল ইসলাম(২৯) নামে এক যুবকের মৃত‌্যু হয়েছে। বুধবার দুপুরে ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের কানিকশালগাঁও দলুয়াপড়া গ্রামের এই ঘটনা ঘটে।

জানা যায়, মৃত তৌহিদুল ইসলাম বাড়ির পার্শে আমন ধান ক্ষেতে সার ছিটানোর সময় হঠাৎ বজ্রপাত পরে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে।

গ্রামবাসি মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য নুরুজ্জামান বলেন, মৃত তৌহিদুল ইসলাম সহ আরও তিন জন বাড়ির পার্শে আমন ধান ক্ষেতে সার ছিটানোর সময় তৌহিদুল এর পাশে বজ্রপাত পরে। তবে সাথে থাকা তিনজন ভাগ‌্যের জোড়ে প্রাণে বেঁচে যায়।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্ত রঞ্জন রায় মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের কানিকশালগাঁও গ্রামে তৌহিদুল ইসলাম বজ্রপাতে মৃত্যু হয়েছে।