বিদ্যুতের তারে বেঁধে ঝুলছিল কবুতর, খবর পেয়ে উদ্ধার করে মনিরামপুর বিদ্যুৎ অফিসের রবিউল রিফাত

আবদুল্লাহ আল মামুন, যশোর জেলা প্রতিনিধি:-

মনিরামপুরে বিদ্যুৎ এর তারে বেঁধে ঝুলে কষ্ট পাচ্ছিলো একটি কবুতর খবর পেয়ে ছুটে যায় এবং কবুতর জীবিত অবস্থায় উদ্ধার করে মনিরামপুর বিদ্যুৎ অফিসের রবিউল ইসলাম ও রিফাত।

ঘটনাটি ঘটেছে ৯ আগস্ট সোমবার বিকেলে মনিরামপুর পৌর এলাকার বাধাঘাটা নামক স্থানে বিষয় টি এলাকার মানুষের নজরে এলে কবুতর বাঁচাতে ৯৯৯ ফোন দিলে তারা আসতে চান নি বলেন আমরা বিদ্যুৎ এর কাজ করি না আপনারা বিদ্যুৎ অফিসে যোগাযোগ করুন।

বিষয়টি সাংবাদিক আবদুল্লাহ আল মামুনের নিকট পৌঁছালে তিনি মনিরামপুর বিদ্যুৎ অফিসের রবিউল ও রিফাত কে জানালে তারা সাথে সাথে এসে কবুতর টি জীবিত অবস্থায় উদ্ধার করে। কুবুতর টি উদ্ধার করায় উপস্থিত এলাকাবাসী রবিউল ইসলাম ও রিফাত ধন্যবাদ জানান।