বসুন্ধরার এমডি আনভীরের কঠিন শাস্তির দাবি জাতীয় মানবাধিকার সমিতির

ডেস্ক রিপোর্ট:

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধার মেয়ে মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যার প্ররোচনার আসামি দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এ্যাড. সাইফুল ইসলাম সেকুল ও সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন এক বিবৃতিতে এ দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, মৃত্যুর তিনদিন অতিবাহিত হয়েছে গতকাল। এই ঘটনায় তার বোন বাদি হয়ে একটি আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন। কিন্তু এখন পর্যন্ত সেই মামলার আসামি আটক হয়নি। এখন অনেকেই মেয়েটির চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। এটা প্রকৃত দোষীদের আড়াল করার ষড়যন্ত্র নয়তো? এদিকে যে অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই অডিও রেকর্ড তদন্তকারী কর্মকর্তা গ্রহণ করে নি শুনেছি।

নেতৃবৃন্দ আরো বলেন, আমরা জেনেছি মুনিয়ার বাসার তালাটি ছিল অটো, তার হাতে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। নেতৃবৃন্দ এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।