
হামিদুল হক মন্ডল,গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ী তরুণ যুব সংঘ একটি সামাজিক প্রতিষ্টান এই শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে পলাশবাড়ী তরুণ সংঘ।
৯ আগস্ট সোমবার বিকেলে পলাশবাড়ী তরুণ যুব সংঘের আয়োজনে উপজেলার ২ নং হোসেনপুর ইউনিয়নের মেরীরহাট ফাজিল ( ডিগ্রী) মাদ্রাসা মাঠে ৭ জন প্রতিবন্ধীর মাঝে এসব চেয়ার বিতরণ করা হয়।
পলাশবাড়ী তরুণ যুব সংঘের প্রতিনিধি শাহীন শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহ অফিসার কামরুজ্জামান নয়ন, ওসি- তদন্ত মতিউর রহমান, হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, পলাশবাড়ী তরুণ সংঘের সদস্য শাকিল আহম্মেদ, মামুন রহমান,আবু জাফর বাপ্পী ও আরিফ মন্ডল প্রমুখ।
পলাশবাড়ী তরুণ যুব সংঘের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সৌদি প্রবাসী মোঃ রিমন আহম্মেদ এরশাদের সার্বিক তত্ত্বাবধানে সমাজে পিছিয়ে পড়া গরীব-অসহায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছে সংগঠনটি। উল্লেখ্য ২০১৫ সালে উপজেলার হোসেনপুর ইউনিয়নের মেরীরহাটে আত্মমানবতার সেবায় যাত্রা শুরু করে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,পলাশবাড়ী তরুণ সংঘের সদস্য কাজী আল আমিন।