
স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধানঃ
খুলনার দাকোপ উপজেলার লাউডোবের হরিনটানায়ম মধুমতিপানি বিশুদ্ধ করণ প্ল্যান্টে পানি সরবরাহ চলছে। ভুগর্ভস্হ পানিকে পরিশোধিত করে আরও প্ল্যান্টের মাধ্যমে জীবাণুমুক্ত (রিভার্সঅসমোসিস) সুপেয় পানির প্ল্যান্ট পরিদর্শন করেন ওই প্ল্যান্টের সভাপতি ও লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরোজিত কুমার রায়।
গত ২৪ এপ্রিল মধুমতি পানি বিশুদ্ধ করন পানি প্ল্যন্টের খোজ খবর নেন এসময় তিনি বলেন উপকুলীয় দাকোপে সুপেয় পানির তীব্র সংকট। এই সংকট মোকাবেলায় ইউএসএআইডি অর্থায়নে এবং ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় ২৩,০০২৬২ তেইশ লাখ দুইশত বাউশট্টি হাজার টাকা ব্যয়ে লাউডোবের হরিনটানায় নির্মান হয়েছে।স্মার্ট ওয়াটার টেকনোলজির কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হয়। উক্ত মধুমতি প্ল্যান্টের ধারন ক্ষমতা পাচহাজার লিটার তবে চাহিদানুযায়ী সাতহাজার লিটার পানি উৎপাদন করা হচ্ছে।কার্ডের সিট্মের মাধ্যমে লিটার প্রতি ৫০পয়সা এছাড়া যাদের কার্ড নেই তাদের নিকট থেকে ৬০পয়সা লিটার হিসাবে নেওয়া হচ্ছে।প্রতিদিন সকার ৬টা থেকে দুপুর ১টা পযন্ত পানি সরবরাহ করা হচ্ছে।স্মার্ট ওয়াটার ট্রিটমেন্ট টেকনোললজির কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িতহয়।
জানাযায়, বাংলাদেশে এই প্রথম গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনের (জিএসএম)মাধ্যমে রিভার্স অসমোসিস পরিচালিত হচ্ছে।
প্রকল্পতিতে অপারেটর হিসাবে দায়িত্ব রয়েছেন দেবাশীষ সরকার, কেয়ার টেকরের দায়িত্ব পালন করছেন প্রিতীশ সরকার।