
খুলনা থেকে স্বপন কুমার রায়ের তথ্যচিত্রে:-
খুলনার দাকোপের বাজুয়ায় সার্বজনীন মন্দির ঐক্য পরিষদের উদ্যোগে রুপসা উপজেলায় শিয়ালী গ্রামে সংঘটিত উগ্র সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ ৮আগষ্ট রবিবার বিকাল পাচটার দিকে চড়াবাধে এক মানব বন্ধন পালিত হয়। বাজুয়া সার্জনীন কালিমন্দিরের সভাপতি মানষ রায়ের আহবানে বক্তব্য রাখানে লাউডোব বাজার পুজা কমিটির সাবেক সভাপতি অধ্যাপক অসিত সরকার, দাকোপের রাসখোলা মন্দিরের অধ্যাপক রাধাকান্ত রায়,খুটাখালী সার্বজনীন মন্দের পক্ষে চিন্ময় মিস্ত্রী ও পৃতীশসরকার, তপন রায় সহ আরো অনেকে।
বক্তরা বলেন অসাম্প্রদায়িক বাঙালি চেতনায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা কারিদের বিরুদ্ধে, যে সকল ষড়যন্ত্রকারী এর নেপথ্যে আছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান
সামাজিক স্থিতিশীলতা বজায় রেখে অসাম্প্রদায়িক বাংলাদেশের অস্তিত্বের জন্য দোষীদের বিরুদ্ধে জরুরি আইনানুগ ব্যবস্হা গ্রহনের জোর দাবী জানান।
.