ঠাকুরগাঁওয়ে বিধিনিষেধ তোয়াক্কা না করেই জেলা ছাত্রলীগের শোডাউন

সাইমন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে করোনা মহামারির সংকটময় অবস্থার মধ্যে সরকারি বিধিনিষেধ অমান্য করে জেলা ছাত্রলীগ নতুন কমিটি স্বাগত জানিয়ে মোটরসাইকেল শোডাউন ও গনসংযোগ করেছে।

৬ আগষ্ট (শুক্রবার) দুপুরে শহরের দলীয় কার্যালয়ের সামনে থেকে শহরে বিভিন্ন এলাকায় এ দৃশ্য দেখা গেছে।

এসময় নবনির্বাচিত জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিমুন সরকার সহ কমিটির অন্যান্য নেতাদের দেখা যায়।

প্রত্যক্ষদর্শী ও একাধিক নেতাকর্মী জানান, ছাত্রলীগের নেতারা তাদের অনুসারীদের নিয়ে পার্টি অফিস থেকে ঠাকুরগাঁও রোড যুব সংসদ পর্যন্ত মোটরসাইকেল শোডাউন করেন। এসময় তাদের কোনও স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যায়নি আবার কারো কারো মুখে মাস্ক থাকলেও তা থুতনির নিচে বা গলায় পরতে দেখা দেখা যায়।

ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেনি।

ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আলী নোমান জানান, আমরা নতুন জেলা কমিটির নেতা কর্মীরা জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের সাথে দেখা করতে গেছিলাম এটা শোডাউন না।

চলমান বিধিনিষেধ ও লকডাউনের মধ্যে শোডাউনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা সবাই একত্রিত হয়ে বের হয়েছি যদিও এটা ঠিক হয়নি তবে পরবর্তীতে এমনটি আর হবে না বলে তিনি আশ্বস্ত করেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, করোনায় রাজনৈতিক শোডাউন নিষিদ্ধ রয়েছে তবে ছাত্রলীগের এই শোডাউনের কথা শুনে পুলিশ তাৎক্ষনিক ব্যবস্থা নিয়েছে।

উল্লেখ্য যে, শনিবার (৩১ জুলাই) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ১ বছরের জন্য এ কমিটির নাম ঘোষণা করা হয়।

এতে আজহারুল ইসলামকে সভাপতি ও হিমুন সরকারকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের আংশিক নতুন কমিটির নাম ঘোষণা করেছে কমিটিতে ১২ জন সহ-সভাপতি, ৬ জন যুগ্ন-সম্পাদক ও ৯ জন সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষনা করা হয়।