খুলনায় অপরাধ নিয়ন্ত্রন পরিসংখ্যান ক্যাটাগরিতে শেখ সেকেন্দার আলী জেলার শ্রেষ্ঠ চৌকস অফিসার ইনচার্জ নির্বাচিত

স্বপন কুমার রায়, খুলনা ব্যুরোপ্রধান: জেলা পুলিশ অপরাধ নিয়ন্ত্রন পরিসংখ্য ক্যাটগরিতে দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ খুলনা জেলার শ্রেষ্ঠ চৌকস ও বেষ্ট পুলিশ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। খুলনা জেলা পুলিশ সুপার মোহম্মদ মাহবুব হাসানএর সভাপতিত্বে গত বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে জুলাই -২১ এর মাসিক অপরাধ ভার্চুয়ালি সভা নিজস্ব জেলা পুলিশ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় খুলনা জেলা পুলিশের জুলাই মাসের সভায় অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করা হয় এবং অপরাধ দমন, মাদক চোরাচালান রোধ ও আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভুমিকা রাখায় দাকোপ থানার অফিসার ইনচার্জ জনাব শেখ সেকেন্দার আলী চৌকস/বেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হন। সভার শেষের দিকে প্রয়োজনীয় দিক নির্দেশনা মুলক বক্তব্যবের মাধ্যমে পুলিশ সুপার খুলনার অপরাধ সভার সমাপ্তি ঘোসণা করেন।