
রশিদুল ইসলাম রিপন, লালমনিরহাট জেলা প্রতিনিধি,
লালমনিরহাটে স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া বিশেষ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২৯ এপ্রিল সকাল থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়াম মাঠে ৭০০জন কর্মহীন ও দরিদ্র শ্রমিকের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপহারে প্রত্যেক শ্রমিককে ১০কেজি চাল, ৩ কেজি আলু,১ কেজি মসুর ডাল,১ লিটার সয়াবিন তেল,১ কেজি লবণ বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর , অতিরিক্ত জেলা প্রশাসক টিএম রাহসিন কবীর, মোঃ রফিকুল হক প্রধান এডিসি জেনারেল, টি এম এ মমিন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অ্যাড সফুরা বেগম রুমি সদস্য কার্যনির্বাহী কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ, লালমনিরহাট পৌরসভার মেয়োর রেজাউল করিম স্বপন, অ্যাড বাদল আশরাফ সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখা, মোঃ কামরুজ্জামান সুজন চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ প্রমুখ। করোনা-১৯ ভাইরাসের প্রাদুর্ভাবে লালমনিরহাট সদর উপজেলার বাস মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কর্মহীন দরিদ্র শ্রমিকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত কর্মহীন দরিদ্র শ্রমিক ও সাধারণ মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার চলমান থাকবে এবং লালমনিরহাট জেলার কর্মহীন সাধারণ মানুষ ও শ্রমিক কেউ না খেয়ে থাকবে না এই বলে তাদেরকে আশ্বস্ত করেন ও মাননীয় প্রধান মন্ত্রীর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন