মুন্সীগঞ্জ ১৮৪০ পিস ইয়াবাসহ আটক- ১

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জে ১৮৪০ পিস ইয়াবাসহ শিউলি বেগম (৪৩) নামে ১ জন মাদক কারবারি গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার (৫ ই আগষ্ট) সিরাজদিখান উপজেলার ইছাপুরা থেকে তাকে আটক করা হয়।

তথ্য সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিরাজদিখান উপজেলার ইছাপুরার মামুন ইসলামের বাড়ির উওর পাশের রুম হতে ১৮৪০ পিস ইয়াবাসহ শিউলি বেগম কে গ্রেফতার করা হয়।

মুন্সীগঞ্জ জেলা ডিবি পুলিশের ওসি আবুল কালাম আজাদ জানান, শিউলি বেগম এর বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে এজাহার দায়ের করা হয়েছে। নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, আটক শিউলি বেগম নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মাসদাইর এলাকার ফারুক ন্যাটার স্ত্রী এবং মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরার মামুন ইসলামের বাড়ির ভাড়াটিয়া। আসামি শিউলি বেগম এর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় ০৩ টি মাদকের মামলা রয়েছে।