
আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (৫ আগষ্ট) বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মদিন পালন করা হয়। জন্মদিন পালন উপলক্ষে প্রতিকৃতিতে পূস্পার্ঘ অর্পণ, আলোচনা সভা, শিশুদের মাঝে পূরস্কার বিতরণ শেষে দুপুরে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শেখ কামালের জন্মদিন উপলক্ষে অফির্সাস ক্লাবে নবাগত সহকারি কমিশনার ভূমি ইন্দ্রজিত সাহা’র সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলামের সন্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রাহিমউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান, থানা পরিদর্শক (তদন্ত) আঃ লতিফ, প্রেসক্লাব সভাপতি ফারুক আহম্মদ, কুশমত আলী প্রমুখ। অনুষ্ঠানে প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।