
মোঃ আনোয়ার হোসেন, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রুহিয়া পুকুরের পানিতে ডুবে ইয়াসমিন আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৪ আগস্ট) সন্ধ্যার পূর্ব মহুত্বে এ ঘটনা ঘটে। মৃত ইয়াসমিন ১নং রুহিয়া ইউনিয়ন ঘনিবিষ্ণপুর গ্রামের দেবারু মোহাম্মদ এর মেয়ে স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আজও সকলে কাজে যায় এবং বাসায় একায় খেলাধুলা করে ইয়াসমিন। আজ কখন যে পুকুরের পানিতে ডুবে যায় কেউ বলতে পাচ্ছেনা। অনেক খোঁজাখুজির পরে পুকুরে পারে গেলে পানিতে শিশুটির মৃত দেহ দেখতে পান এবং মৃত দেহ উদ্ধার করে। দেবদারু মোহাম্মদ জানান, আমরা সারাদিনের জন্য বাইরে কাজ করতে যাই এবং সন্ধ্যার পূর্বে বাড়ি ফিরে আসি। আজ বাড়িতে এসে ইয়াসমিন কে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সন্দেহে বাড়ির পার্শে পুকুরে খুঁজতে ইয়াসমিন এর মৃত দেহ পাওয়া যায় ১ নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু জানান, আমি একটি শিশুর মৃত্যুর খবর শুনে ঘটনা স্থলে এসে দেখি দেবদারু মোহাম্মদ এর মেয়ে ইয়াসমিন পুকুরের পানিতে ডুবে মারা যায়। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্ত রঞ্জন রায় বলেন, আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি। মৃত শিশুর অবিভাবক এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে আলোচনা করে লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।