রানীশংকৈল পৌরসভায় ডিজিটাল সেন্টার ও মশক নিধন অভিযানের উদ্ভোধন

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

পৌরসভার উদ্যোগে পৌরশহর জুড়ে মশক নিধনের শুভ উদ্বোধন করেছেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান।পৌরসভার পাশেই এক সড়কের গলিতে মশা নিধন অভিযানের শুভ উদ্বোধন করা হয়। পরে তিনি পৌরসভায় ডিজিটাল সেন্টারের শুভ উদ্বোধন করেন।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের সকল জনগনের দোড়গোড়ায় সেবা পৌছে দিবার প্রয়াসে বুধবার (৪আগষ্ট) সকালে পৌরভবনে ডিজিটাল সেন্টারের আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করা হয়েছে।

একইদিনে ডেঙ্গুর প্রভাব দেশে বেড়ে যাওয়ার কারণে রাণীশংকৈল পৌরসভাকে মশা মুক্ত করার প্রয়োজনে মশক নিধন অভিযানেরও উদ্ভোধন করা হয়।

ডিজিটাল সেন্টার ও মশক নিধন অভিযান উদ্ভোধনের সময় উপস্থিত ছিলেন পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান,থানা পরিদর্শক (ওসি) এস এম জাহিদ ইকবাল,
প্রকৌশলী জাবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেস ক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার পৌরসভার
পৌরপ‍্যানেল চেয়ারম‍্যান মতিউর রহমান, কাউন্সিলর রুহুল আমিন, ইসাহাক আলী,আবু তালেব সহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্রে জানা যায়, পৌরবাসীর বিভিন্ন সমস‍্যা সমাধানের জন্যই এ ডিজিটাল সেন্টার হেল্প ডেক্স । পৌরবাসীরা ডিজিটাল সেন্টারের মাধ্যমে সহজে অনলাইনে জন্ম, মৃত‍্যুসহ , বিভিন্ন ধরনের আবেদন করতে পারবেন। এছাড়াও পৌরসভাকে ডেঙ্গু রোধ করার প্রয়োজনে মশক নিধন অভিযানের উদ্ভোধন করা হয়েছে।

মেয়র মোস্তাফিজুর রহমান বলেন, শহরের ড্রেনগুলোতে এবং অফিস আদালতের অলিগলিতে এ মশা নিধনের স্প্রে করা হবে। ভাড়া বাড়িতে থেকেই এসব কাজ সমাধা করতে সমস্যা হচ্ছে- জায়গার স্বল্পতার কারণে পৌর অফিস সাজানো সম্ভব হচ্ছে না- তার পরও ডিজিটাল সেন্টার ও হেল্প ডেক্স অফিসের প্রধান ফটকের সামানেই রেখেছি- যাতে করে পৌরসভার সকল নাগরিক হেল্প ডেক্স থেকে তার সুবিধা মতো তথ্য গ্রহণ করতে পারবে।