
আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)থেকে: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় প্রতিবারের মত এবারও অধৃষ্য ক্লাবের সেচ্ছাসেবীরা বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেন। এবার শহরের আশেপাশে ছাড়াও উপজেলার পালিগাঁও ডায়াবেটিস হাসপাতাল হতে শুরু করে অন্তরপুল গণির হাট সহ বিভিন্ন হাট বাজার, যাত্রী ছাউনি শিক্ষা প্রতিষ্ঠান রাস্তার পাশে প্রায় দুই শতাধিক বনজ ফলজ প্রজাতির বৃক্ষ রোপণ করে অধৃষ্য ক্লাবটির সেচ্ছাসেবীরা । অধৃষ্য ক্লাবের সভাপতি রাশেদ খান জানান- প্রতিবছর আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকি। অসহায় দরিদ্র মানুষদের সহযোগীতার পাশাপাশি বৃক্ষ রোপন করার মূল লক্ষ্য হল আমাদের এলাকাটিকে সবুজের সমারোহে প্রান্তরে গড়ে তুলতে ছোট্ট একটি প্রয়াস মাত্র। সাধারণ সম্পাদক জাকিউর রহমান লিপন বলেন, সারাবছর জুড়ে সার্বিক সামাজিক কার্যক্রমে সহযোগীতায় এগিয়ে আসতে আমরা যতটুকু সম্ভব সাধ্যের মধ্যে চেষ্টা করেছি। ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার চেষ্টা করা হবে বড় পরিসরে। ক্লাবের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান ডরিন বলেন মুজিববর্ষ উপলক্ষে সারাদেশেই চলছিল বৃক্ষরোপণ কর্মসূচি। ইতিপূর্বে আমরাও এ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ গ্রহন করেছিলাম, আমাদের ইচ্ছে আমরা এ শহরটাকে লাল সবুজের শহর গড়ে তুলবো বৃক্ষ দিয়ে আমাদের এ কর্মসূচি প্রতিবছরের ন্যায় অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ডি এন ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়, প্রধান অফিস সহকারী ফজলুল হক প্রমুখ ।