খুলনার দাকোপে লকডাউনের মাঠে তৎপর প্রশাসন, স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা   

স্বপন কুমার রায়,খুলনাব্যুরো প্রধান:-

করোনা সংক্রমণ মোকাবেলায় সরকার ঘোষিত কঠোর লক ডাউন পালনে লকডাউনের দাকোপে উপজেলা র্নির্বাহী অফিসার মিন্টুবিশ্বাসের নেতৃত্বে মাঠে যৌথ বাহিনী। উপজেলার পোদ্দার গন্জ ও বানীশান্তা বাজারের সকল গুরুত্বপূূর্ন এলাকায় টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করেন।

আজ রবিবার ১লা আগষ্ট রবিবার সকাল থেকে সেনাবাহিনী,পুলিশ যৌথ বাহিনী উপজেলা প্রশাসনের নেতৃত্বে দাকোপের বিভিন্ন পয়েন্টে টহল ও অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, স্বাস্থ্যবিধি না মানায় আট মামলায় ১৬,৫০০ ষোলহাজার পাচশত টাকা আর্থিক জরিমানা করেন। বানিশান্তা বাজারে সরকারী জায়গায় গড়ে তোলা অবৈধ্য স্হাপনা অপসারন করার জন্য একাধিক ব্যাক্তিক একমাসে সময় দেন।।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস। এ সময় বাজার এলাকার দোকানপাট বন্দ ছিল,সাধারন মানুষদের ও খুব বেশী রাস্তায় বের হতে দেখা যায়নি।উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের হাকিম মিন্টুবিশ্বাস বলেন সরকার কর্তৃক প্রদত্ত চলমান বি‌ধি-নি‌ষেধ অমান‌্যকারী‌দের বিরু‌দ্ধে মোবাইল কোর্টের অভিযান অব‌্যাহত থাক‌বে।