রাণীশংকৈলে নিষিদ্ধ ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ! ভ্রাম্যমান আদালতে জরিমানা

আনোয়ার হোসেন আকাশ, নিজস্ব প্রতিবেদক::-

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সাপ্তাহিক হাট নেকমরদ বাজারে (১আগষ্ট) রবিবার বিকালে প্রায় ৬০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে তা জনসন্মূখে পুড়িয়ে দিয়েছেন ভূমি সহকারী কমিশনার (ভারপ্রাপ্ত ইউএনও) প্রীতম সাহা।

এতে ভূমি অফিসের অফিস সহকারী পেশকার সোয়েব আলী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি করা কালে পাঁচ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে তিন হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এরা হলেন উপজেলার বাসনাহার গ্রামের মজিবরের ছেলে মানিক(৪০) একই গ্রামের জব্বার আলীর ছেলে জুয়েল (৩৫) ভবানন্দপুর গ্রামের আমিরুলের ছেলে রাজ(২২) আজগর আলীর ছেলে আবু তালেব(২২) করনাইট গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ওসমান(৩০)।

একই দিনে সরকারি বিধি নিষেধ অমান্য করে দোকান খোলা রাখার দায়ে দুই কাপড় ব্যবসায়ীকে এক হাজার টাকা ১টি ঢেউটিন দোকানের মালিককে এক হাজার টাকা ভ্রাম্যমাণ আলাদতে জরিমানা আদায় করা হয়। এবং নেকমরদ বাজারের হাট ইজারাদার মোমিনকে লকডাউনে পশুরহাট বসানোর অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ভূমি সহকারী কমিশনার (ভারপ্রাপ্ত ইউএনও) প্রীতম সাহা জানান-সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি করার অপরাধে প্রায় ৬০ হাজার মিটার জাল জব্দ পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং আইন অবমানকারীদের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। অন্যদিকে সরকারি বিধিনিষেধ অমান্য করে পশুর হাট বসানোর দায়ে হাট ইজারাদারকেও জরিমানা করা হয়েছে।