বালিয়াডাঙ্গীতে পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র করে মারপিটের অভিযোগ, বৃদ্ধা আহত

নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সনগাঁও গ্রামে পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র করে মারপিটের ঘটনায় একজন বৃদ্ধাক আহতের অভিযোগ। বুধবার ২৮ জুলাই সন্ধ্যায় সনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়,আনছারুলের কাছ থেকে শরিফুল্লাহ তার মেয়ের ক্যান্সার রোগে আক্রান্ত হলে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা ধার নেই।আনছারুল তার কাছে পাওনা টাকা চাইলে শরিফুল্লাহ টাকা না দিয়ে বিভিন্ন অযুহাত দেখিয়ে টাল বাহনা করে সময় অতিবাহিত করে। গত বুধবার সন্ধ্যায় আমার বাড়ির দক্ষিণে চলাচল রাস্তার পার্শ্বে আমার চাচাত ভাই মানিক এর চা- বিস্কুটের দোকানে আসি।সেখানে শরিফুল্লার সাথে সাক্ষাৎ হলে পাওনা টাকা ফেরত চাইলে সেখানে শরিফুল্লাহ সহ তার লোকজন ক্ষীপ্ত হয়ে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে ও আমার সাথে অশোভন আচরন করে।তাদের অশোভন আচরনের প্রতিবাদ করলে শরিফুল্লাহ ও তার লোকজন আমাকে তাদের হাতে থাকা লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারপিট ও কিল মারে। এতে আমার মা ও ছেলে বাঁধা দিতে আসে, তাতে শরিফুল্লাহ ক্ষিপ্ত হয়ে আমার বৃদ্ধা মা জাহেদা খাতুনের হাতে রোড দিয়ে আঘাত করলে আমার বৃদ্ধা মায়ের হাত ভেঙ্গে যায়।আমি সহ স্হানীয় লোকজনের সহায়তায় আমার মা জাহেদা খাতুন কে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করি। বর্তমানে জাহেদা খাতুন গুরুত্বর অবস্থায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি রয়েছে।এ ঘটনায় আনছারুল তদন্ত সাপেক্ষে ন্যায় বিচারের দাবি জানান।