হরিপুরে পরকিয়ায় সাড়া না দিয়ে প্রতিবাদ করায় গৃহবধূকে পিটিয়ে জখম থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:-
স্বামী কর্মক্ষেত্রে বাহিরে থাকার সুবাদে বিভিন্ন ভাবে উতক্ত করে আসছিল পাশের গ্রামের বুধুর ছেলে আনোয়ার হোসেন (৩২), হেনা পারভীন (২৪) নামে এক গৃহবধুকে।
ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার টেংরিয়া ঝাড়বাড়ী গ্রামে।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে যানা যায়,গৃহবধু হেনা পারভীন কে লম্পট চরিত্রহীন আনোয়ার নামে এক ব্যক্তি দীর্ঘ দিন থেকে নানা ভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গৃহবধূ জানান তার স্বামী ও বাচ্চা রয়েছে। এসব কথা বলতে নিষেধ করেন। অপরদিকে গৃহবধূ তার স্বামী রেজাউল করিম কে বিষটি অবগত করলে রেজাউল প্রতিবাদ করতে গেলে মারধরের স্বীকার হন। এ নিয়ে রেজাউল করিম গত ২৪ জুলাই শনিবার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
থানায় অভিযোগ করায় আনোয়ার ক্ষেপে গিয়ে গত ২৫ জুলাই রবিবার হেনা পারভীন বাড়ীর পাশের দোকানে খরচ করতে গেলে। আনোয়ার তার ভাই সালোয়ার ও পরিবারের আরো ৪-৫ জনের দলবল নিয়ে সন্ত্রাসী কায়দায় বেধড়ক মারপিট করে। এতে গুরুতর জখম হলে হেনা পারভীন কে উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে হেনা পারভীন হরিপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ‌।
এ বিষয়ে গৃহবধূর স্বামী জানান, আমরা গরীব মানুষ কাজ করে খেতে হয় তাই মাঝে মধ্যে পেটের তাগিদে বিভিন্ন জায়গায় কাজ করতে যেতে হয় । সেই সুযোগে আমার বউকে একা পেয়ে প্রায় সব সময় অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল আনোয়ার হোসেন। বিষয় টি আমাকে জানালে প্রতিবাদ করতে গিয়ে আজ আমরা এই অবস্থার স্বীকার। আমি এর বিচার চাই।
এলাকাবাসী সূত্রে জানার চেষ্টা করলে আনোয়ার প্রভাবশালী হওয়ায় কেউ কথা বলতে রাজি হননি। নাম প্রকাশে অনিচ্ছুক কেউ কেউ জানান রেজাউলের বউ তো সুন্দরী হতেও পারে এমন ঘটনা।
এছাড়াও আনোয়ারের নামে উকিল শাশুড়ির সাথে ধরা খেয়ে জরিমানা ও মাদক কারবার সহ বিভিন্ন ধরনের ঘটনা ঘটানোর বিষয়ে অভিযোগ এলাকাবাসী সূত্রে জানা যায়। এরূপ ঘটনা নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ বিষয়ে হরিপুর থানা অফিসার ইনচার্জ মুঠোফোনে জানান জানান, ওই মহিলার স্বামী থানায় একটি অভিযোগ দিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণ হলে এর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশেষ দ্রষ্টব্য:- মারামারির তথ্যচিত্র ও ভিডিও প্রতিনিধির নিকট সংগৃহীত রয়েছে।