বিরল রোগে আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান মুকুল

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)থেকে: একই পরিবারে ৩ শিশুর বিরল রোগে আক্রান্ত হওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে মঙ্গলবার (২৭জুলাই) অসহায় শিশুদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন হরিপুর উপজেলা চেয়ারম্যান মুকুল। চিকিৎসার জন্য অর্থ প্রদান সহ খাবারের ব্যবস্থা করে দেন তিনি। প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণমাধ্যম প্রকাশ হওয়া বিভিন্ন খবরের মাধ্যনে জানতে পারি শিশু গুলো অজ্ঞাত বিরল রোগে আক্রান্ত। খবর পেয়ে ছুটে আসি এদের দেখতে। শিশুদের চিকিংসা করাতে খরচ বহন করার অঙ্গীকার করেন। এসময় আরো জানান, শিশুদের ভাল চিকিৎসার জন্য যত অর্থ লাগবে সবকিছুতে সহযোগিতা করবেন তিনি। বিরল রোগে আক্রান্ত শিশুদের মা কাজলি রাণী বলেন অন্যান্য শিশুর মত স্বাভাবিক জীবন ছিল তাদের। স্কুলে যেত, আবার বাবার কাজেও সহযোগীতা করতো। কিন্তু হঠাৎ এক বিরল রোগে আক্রান্ত চিকিৎসার অভাবে আজ প্রতিবন্ধী তিন ভাই। প্রথম বড় ভাই রমাকান্ত (১৪) দ্বিতীয় শ্রেণিতে ছাত্র থাকা অবস্থায় এই রোগে আক্রান্ত হয়। তার পরে দ্বিতীয় ভাই জয়েন্ত (১২) বড় ভাইয়ের বয়সে এই রোগে আক্রান্ত হয়। আর তৃতীয় ভাই হরিদ্র (৮) সেই রোগে আক্রান্ত হওয়ার পথে। তিন ছেলেকে নিয়ে আমরা এখন পথে বসেছি। এই তিন শিশু ঠাকুরগাঁওজেলা হরিপুর উপজেলায় ৩নং বকুয়া ইউনিয়নের বলিহন্ড গ্রামের শ্রী বাদুল সিংহ এর সন্তান। শেষ সম্বল বিক্রি করে দিনমজুর বাবা এখন সকলের কাছে সহযোগীতা প্রার্থনা করছেন শিশুগুলোকে বাচিঁয়ে রাখার জন্য।