বালিয়াডাঙ্গীতে স্বেচ্ছাসেবকলীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বাস্থ্য কর্মীদের ফুলের শুভেচ্ছা

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের আয়োজন। মঙ্গলবার ২৭ জুলাই দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে আলোচনা সভা,করোনা সম্মুখযোদ্ধা ডাক্তার ও নার্সদের ফুলের শুভেচ্ছাসহ হাসপাতালে থাকা রোগিদের মধ্যে সিজনাল ফলমুল বিতরণ করা হয়। বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আসলাম জুয়েল। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, সমির উদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ ডা.আবুল কাশেম ও বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোমিনুল ইসলাম সুমনসহ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। এ সময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা তাঁতীলীগের সভাপতি সাদেকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে হাসপাতালে থাকা কোভিড(করোনা) ও ননকোভিড রোগিদের মধ্যে ফলমুল বিতরণ করা হয়।