
মোঃ আলমগীর হোসেন, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চুয়াডাঙ্গা জেলা জুড়ে বেড়েই চলেছে। চুয়াডাঙ্গা জেলা সহ সারা বাংলাদেশে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ চলছে এবং সোমবার ৪র্থ দিনে পুলিশ ও বিজিবির সমন্বয়ে সকাল হতে চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা উপজেলার কার্পাসডাংগা বাজার ও মোক্তারপুরে লকডাউন বাস্তবায়ন তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সমায় কাপড়ের দোকান খোলা রাখায় ৩ টি দোকান সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে, মালিকানা বিহীন ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে, একটি বালুটানা ট্রাক্টর জব্দ করা হয়েছে, চায়ের দোকানে আড্ডা দেওয়ায় মোক্তারপুরে ৫ জনকে জরিমানা ও ৪ জনকে ২ ঘন্টার আটকাদেশ দেওয়া হয়েছে । মামলাঃ ৭ (১৪ জনকে) মোট অর্থদণ্ডঃ ৭৫০০ (সাতহাজার পাঁচশত টাকা) ধারাঃ দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯,সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ তে এবং অভিযান অব্যাহত থাকবে।