নওগাঁয় র‍্যাব এর অভিযানে বিপুল পরিমাণ বাংলা মদ সহ আটক ৩ জন

অন্তর আহম্মেদ,স্টাফ রিপোর্টার:-

নওগাঁয় র‍্যাব এর অভিযানে বিপুল পরিমাণ বাংলা মদ সহ আটক ৩ জন। নওগাঁ সদর উপজেলার চাল বাজারে সামনে এক ভবনে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ১১টায় এক অভিযান পরিচালনা করে ভবনের ২য় তলা থেকে বিপুল পরিমাণ বাংলা মদ ও মদ বিক্রয়ের নয় হাজার পাঁচশত ছিয়াশট্টি টাকা সহ দুই মদ ব্যাবসায়ি ও মদ কিনতে আসা এক জন মোট তিন জন কে হাতেনাতে আটক করেন র‌্যাব-৫।

স্থানিয় ও র‌্যাব সুত্রে জানাগেছে, গোপন সংবাদের (গোয়েন্দা তথ্যের) ভিত্তিতে জানতে পারেন যে নওগাঁ চাল বাজারে অনেক দিন থেকে বাংলা মদ সরবরাহ করছেন। এমন তথ্য পেয়ে র‌্যাব-৫, সদর ব্যটালিয়ন স্পেশাল অভিযানিক টিম ঘটনাস্থলে ২য় তলায় একটি অফিস তল্রাসী চালিয়ে দুই মদ বিক্রেতা সহ মদ কিনতে আস এক জনকে হাতেনাতে আটক করেন র‌্যাব।

আটককৃত তিন জন হলেন, মদ ব্যাবসায়ি সদর উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত শিরিশ চন্দ্র বিস্বাস এর ছেলে সুবির চন্দ্র বিস্বাস(৬৫), বনানী পাড়ার আহম্মেদ আলীর ছেলে ফিরোজ হোসেন (২৬) বাংলা মদ কিনতে আসা খাস-নওগাঁ মৃত ওমর আলীর ছেলে জয়নাল হোসেন (৪৫) আটক করে এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।