গাইবান্ধার গোবিন্দগঞ্জে হেরোইনসহ আটক-১

হামিদুল হক মন্ডল,গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১’শ ৫ গ্রাম হিরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

২৬ এপ্রিল বুধবার দুপুরে এসআই আকতার, এএসআই মাসুদ ও এএসআই আসাদুল এর সমন্বয়ে গঠিত একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৌর এলাকার শতরুপা কসমেটিকসের দোকানের সামনে হতে মাদক মামলার আসামি ও পেশাদার মাদক ব্যবসায়ী ঠান্ডা মিয়ার দেহ তল্লাশী করে তার প্যান্টের পকেট হতে সাদা পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় ১’শ ৫ গ্রাম হেরোইন সহ হাতে-নাতে আটক করা হয়েছে।

আটককৃত ঠান্ডা মিয়া(৪২) গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঘোষপাড়া(দুর্গাপুর) গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।

উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় ৫ লক্ষ ২৫ হাজার টাকা। আসামির বিরুদ্ধে গাইবান্ধা আদালতে আরো একটি টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এ বিষয়ে ঠান্ডার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।