
রাশিদুল ইসলাম,(নাটোর) প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা আব্দুস সাত্তার (৬৫) ভাগ্নে মকবুল হোসেন (২২) নিহত হয়েছে। রবিবার (২৫ জুলাই) দুপুর পৌনে ২ টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়ন ধানুড়া ভিটাপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সাত্তার উপজেলার ধানুরা ভিটাপাড়া গ্রামের মৃত-কিতাব আলীর ছেলে। মকবুল হোসেন একই এলাকার ছায়েদ আলীর ছেলে। এলাকাবাসীসূত্র জানা গেছে- রবিবার দুপুর পৌনে দুইটার দিকে মামা আব্দুস সাত্তার গোসল শেষে তারের উপরে ভেজা কাপড় মেলে দিতে যায়। এ সময় বাড়ির পাশ দিয়ে চলে যাওয়া বৈদ্যুতিক তারের উপর গিয়ে পড়ে। এতে আব্দুস সাত্তার বিদ্যুতায়িত হলে তাকে রক্ষা করতে যায় ভাগ্নে মকবুল হোসেন এতে উভয় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে আহমেদপুর রাহেলা ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুস সাত্তার ও মকবুলকে মৃত ঘোষণা করে। মামা ভাগ্নের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।