
প্রিন্স মিলন, বিনোদন প্রতিবেদকঃ ‘ সিকদার রবি ‘ ১৯৯৮ সালের ২৫ জুন জন্মগ্রহণ , কিন্তু তার ছোট একটা ভুলের জন্য সার্টিফিকেট ও জাতীয় পরিচয়পত্র দেয়া অনুযায়ী বর্তমান জন্মতারিখ ২০০০ সালের ২৫ জুলাই । সোশ্যাল মিডিয়াতেও এই তারিখ ব্যবহত্ব , জন্মস্থান বরিশাল জেলার , সাহেবের হাট বন্দর থানার , নয় নং টুংগীবাড়িয়া ইউনিয়নের ধোপাকাঠি গ্রামে জন্মগ্রহণ । বেরে উঠা ও শিক্ষা জীবন স্কুল লাইফের কিছু অংশ গ্রামের স্কুলে এবং তার পরবর্তী বরিশাল শহরে সরকারি স্কুলে এবং কলেজ ও ভার্সিটি লাইফ বরিশাল শহরের সরকারি প্রতিষ্ঠান থেকে অধ্যায়ন রত এখন । সে একাধারে অভিনেতা ও গীতিকার। সিকদার রবি ছোট বেলা থেকেই গান শোনা ও গান গাওয়া পছন্দ পছন্দ করে , স্কুল জীবনে স্কুলের অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করে সর্বদা প্রথম স্থান পেয়েছেন বলে জানান।এটা আমার জন্য খুব আনন্দের ছিল, তারপর ২০১৬ সাল থেকে মিডিয়ার সাথে জড়িত হয়ে ওঠা তার। মূলত তার অভিনয় শুরু হয় ২০১৯ সালে প্রথম একটি মিউজিক ভিডিও দিয়ে ‘ মনের আঙিনা ‘ শিরোনামে গানটি বাংলাদেশের সর্ববৃহৎ তো মিউজিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠান ঈগল মিউজিক এর ব্যানারে প্রকাশ পায়। তার পরে গাজী সংগ্রামের এই ‘ মনের আঙিনা ‘ গানটি দিয়ে মিডিয়ায় ভালোভাবেই পথচলা শুরু করে। নতুন অভিনেতা হিসেবে দর্শকপ্রিয়তা পাযন তিনি। এরপর ২০২০ সালে তার লেখা প্রথম গান ” দিল জ্বলে ‘ শিরোনামে গানটি প্রকাশ পায়, গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী “জিসান অভি” সিকদার রবির প্রথম লেখা গান প্রচুর দর্শকপ্রিয়তা লাভ করে ও প্রশংসা কুড়ায়। এরপর তার লেখা স্ট্রমজ ভাইর কন্ঠে ‘ ‘অপরাধী’ শিরোনামে আরও একটি গান প্রকাশ পায়। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। ২০২১ সালের জানুয়ারি মাসের প্রথম দিন ” ঈগল মিউজিক” প্ল্যাটফর্মে প্রকাশ পায় সিকদার রবির লেখা আরও একটি গান ‘ তুমি আমার জীবনে, এতে কন্ঠ দেন সংগীতশিল্পী গাজী সংগ্রাম। ‘সিকদার রবি ‘ বলেন মানুষের ভালোবাসা নিয়ে আরও সামনের দিকে এগোতে চাই। আরো ভালো ভালো কাজ দর্শকদের উপহার দিব। অতি শিঘ্রই তার লেখা গান সংগীতশিল্পী ‘ রেদোয়ান তামিম হৃদয় ‘ এর কন্ঠে আসতে চলেছে , খুব শীঘ্রই আমার অভিনিত নাটক,মিউজিক ভিডিও এবং বেশ কিছু আমাট লেখা গান প্রকাশ পেতে যাচ্ছে।