হরিপুরে নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তের নাগর নদী থেকে অজ্ঞাত একটি লাশ উদ্ধার করেছে হরিপুর থানা পুলিশ। ডাবরী সীমান্তের নাগর নদী থেকে শুক্রবার বিকেলে লাশটি উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হরিপুর থানার অফিসার ইনচার্জ এস এম আরঙ্গজেব জানান, লাশ উদ্ধার করে মৃত ব্যক্তিকে সনাক্ত ও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্তে পাঠানো হবে।