
আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জ সাপের কামড়ে সাজ্জাদ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের মৃত্যুর পেছনে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসকের দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (২৩শে জুলাই) দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের রামেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
তথ্য সুত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নিজ বাড়ির সামনে গরুর ঘাস কাটার সময় তাকে সাপে কামর দেয়। তাকে গুরুতর আহত অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সাপে কাটার কোন ভ্যাকসিন না দিয়েই ঢাকা প্রেরণের পরামর্শ দেন। ঢাকা নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।
নিহত সাজ্জাদের ভাই রফি জানান, সাজ্জাদকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক সাপের ভ্যাকসিন না দিয়ে তাকে ঢাকায় পাঠিয়ে দেন।
উল্লেখ্য, নিহত সাজ্জাদ মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের রামেরগাঁও গ্রামে আনিস (৫০) মিয়ার ছেলে।