মনিরামপুরে বৃষ্টির কারণে অনেক মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে

আবদুল্লাহ আল মামুন,যশোর জেলা প্রতিনিধি::-

ঈদগাহে যাওয়ার নিষেধাজ্ঞা না থাকলেও যশোরের মনিরামপুরে বৃষ্টির কারণে অনেক মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেন মুসল্লিরা।

মসজিদ ছাড়াও মনিরামপুর মান্দারতলা ও বাধাঘাটা ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে আটটায়।

মান্দারতলা ঈদগাহে নামাজের ইমামতি করেন মাওলানা হাফিজুর রহমান সাহেব পীর বাড়ি কাশিপুর এবং বাধাঘাটা ঈদগাহে ঈদের নামাজের ইমামতি করেন মাওলানা আসাদুল্লাহ সাহেব। এছাড়াও মনিরামপুর উপজেলার পৌর এলাকার বিজয়রামপুর বাধাঘাটা মাদ্রাসা মসজিদে মধ্যপাড়া মসজিদে কারীগর পাড়া জামে মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

এবার ঈদগাহে নামাজ পড়তে পেরে আনন্দিত হন মনিরামপুরের মুসল্লিরা সবাই মন খুলে হৃদয় ভরে আল্লাহর দরবারে করোনা মহামারী থেকে পরিত্রাণ পেতে দোয়া করেন।