
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কৃতি সন্তান আফিয়া ইবনাত ইলা জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচার হচ্ছে জিপিএইচ গ্রুপের উদ্যোগে বাংলাদেশের প্রথম মাল্টি-ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভা’। কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ফাইনাল রাউন্ডে জায়গা করে নিয়েছেন। সে পঞ্চগড় ১ সরকারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
দেশব্যাপী প্রতিযোগী অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেন ২৫ হাজার মাল্টি-ট্যালেন্ট হান্ট এই রিয়েলিটি শোতে। এর মধ্য থেকে ৫ হাজার জন সুযোগ পান টেলিভিশন রাউন্ডে। সেখান থেকে ১৮ জন চূড়ান্ত লড়াইয়ের জন্য টিকে আছেন, যাঁদের নিয়ে বসবে গ্র্যান্ড ফিনালের আসর। সেই ১৮ জনের মধ্যে রয়েছে বালিয়াডাঙ্গী উপেজলার কৃতি সন্তানআফিয়া ইবনাত ইলা।
সোমবার বিকাল ৪ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেন ও উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েলসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তার সাথে দেখা করে এবং ভোট ও দোয়া চাই আফিয়া ইবনাত ইলা ও তার বাবা।
ইলা বলেন, দেশের সকলেই আমার জন্য দোয়া করবেন। সেই সাথে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আশাবাদী আপনাদের ভোটে আমি চ্যাম্পিয়ান হব। আমাকে ভোট দিতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন GPH <space> 5010 এবং পাঠিয়ে দিন 26969 নম্বরে (যত খুশি ততবার)। ভোট প্রদানের সময়: ১৭ জুলাই রাত ৯.৩০ মিনিট থেকে ২৯ জুলাই ২০২১ রাত ১২.০০ পর্যন্ত।
স্কুল শিক্ষক ইয়াহিয়া খান ইলার বাবা বলেন, আমার একমাত্র মেয়ে কোন প্রাতিষ্ঠানিকভাবে প্রশিক্ষণ নেয়নি। তার মায়ের কাছে কবিতা আবৃত্তি শিখেছে। তার প্রতিভা তাকে এতদুর নিয়ে গেছে। মেয়ের জন্য সকলের কাছে দোয়া চান তিনি। সেই সাথে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন।
ইলার মা বলেন, আমার প্রতিফা নিজের মেয়ের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আমার মেয়ি গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ান হবে। উপজেলাবাসী সহ দেশের সকলের কাছে ভোট চান তিনি।
ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, আমি আশাবাদী গ্র্যান্ড ফিনালে ইলা চ্যাম্পিয়ান হবে। ইউনিয়ন ও পুরো উপজেলা জুড়ে লিফলেট বানিয়ে প্রচার চালাচ্ছি ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেন জানান, উপজেলাবাসী ইলার প্রতিভার জন্য গর্বিত। প্রত্যাশা করি গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ান হবে। উত্তরবঙ্গের মানুষ সহ দেশের সকলকে ভোট প্রদানের জন্য আহ্বান জানান তিনি।