
নিজস্ব প্রতিবেদক::-
জামালপুরের ইসলামপুরে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বন্যা/অন্যান্য দুর্যোগ/দুঃস্থ/অতিদরিদ্র ভিক্ষুক পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় ইসলামপুর উপজেলার ১২টি ইউনিয়নের ৫৯হাজার ৫৬৬টি কার্ডের বিপরীতে প্রতি কার্ড ১০কেজি করে উপজেলায় ৫৯৫.৬৬০ মে.টন চাল বিতরণ কার্যক্রম চলছে। এছাড়াও ইসলামপুর পৌরসভার জন্য ৪৬মে.টন২০০ কেজি চাল বরাদ্ধ রয়েছে।
শনিবার ও বৃহস্প্রতিবার সরেজমিনে উপজেলার ইসলামপুর সদর, গোয়ালেরচর, চরপুটিমারী ও চরগোয়ালীনি ইউনিয়নে বিতরণ কার্যক্রম চলার সময় গিয়ে দেখা গেছে সুষ্ঠুভাবে বিতরণ কার্যক্রম চলছে।
উপজেলা প্রশাসনের থেকে ইউপি চেয়ারম্যানদের গত ১৫জুলাই থেকে খাদ্য গুদাম থেকে চাল উত্তোলন করে ১৮ জুলাই এর মধ্যে বিতরণের তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে ১৬জুলাই বিকালে ইসলামপুর খাদ্য গুদামে খোজঁ নিয়ে জানা গেছে, চরগোয়ালীনি, পলবান্ধা, গাইবান্ধা, ইসলামপুর সদর ও সাপধরী ইউনিয়নের চাল খাদ্য গুদাম থেকে সম্পুর্ণ চাল বিতরণের জন্য উত্তোলন করা হয়েছে। চরপুটিমারী ইউনিয়নে ১২টন, গোয়ালেচর ইউনিয়নে ১৭টন৯৭০কেজি, নোয়ার পাড়া ইউনিয়নের ২৪টন ১২০কেজি, কুলকান্দি ২০টন, পাথর্শী ২০টন ও চিনাডুলী ইউনিয়নের ২৮টন ৯৯০কেজি চাল খাদ্য গুদাম থেকে উত্তোলন করা হয়নি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, স্বাস্থ্য বিধি মোতাবেক সুষ্ঠুভাবে ভিজিএফ বিতরণ কার্যক্রমে উপজেলা প্রশাসন ও ট্যাগ অফিসাররা তদারকি করছে। ঈদের আগেই বিতরণ কার্যক্রম শেষ হবে।