
অন্তর আহম্মেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ যুব মহিলা লীগের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, নওগাঁ জেলা যুব মহিলা লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে, সকাল ১০.২০ ঘটিকায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু সহ জাতীয় ৪ নেতাদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও এক মিনিট নীরবতা পালন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নাতিশা আলম সভাপতি যুব মহিলা লীগ নওগাঁ জেলা শাখা। এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইলিয়াস তুহিন রেজা উপজেলা ভাইস চেয়ারম্যান নওগাঁ সদর, রাশিদা বেগম, সহ-সভাপতি যুব মহিলা লীগ জেলা শাখা, পারূল আক্তার সাংগঠনিক সম্পাদক যুব মহিলা লীগ জেলা শাখা, মৌসুমী সুলতানা শান্ত সদস্য যুব মহিলা লীগ জেলা শাখা, বিশ্বজিৎ সাহা ছাত্রলীগ নওগাঁ জেলা শাখা সহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার লক্ষ্যে যুব মহিলা লীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। করোনা ভাইরাসের প্রকোপ সহ দেশের যে কোনো দুর্যোগে সকল নেতাকর্মীরদের একসাথে কাজ করতে হবে।