
আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত ঘর বৃষ্টির কারণে ধসে গেছে। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে বড় রায়পাড়া গ্রামে তৈরি করা ঘর গুলোর মধে ১টি ঘরের বারান্দা বৃষ্টির পানিতে ধসে গেছে। সরেজমিনের তথ্য সুত্রে জানা যায়, গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে বড় রায়পাড়া গ্রামে তৈরি করা ২৮টি ঘরের মধ্যে ১টি ঘরের বারান্দা বৃষ্টির পানিতে ধসে পড়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে ঘরগুলো হস্তান্তর করা হয়। ক্ষতিগ্রস্থ ঘর মালিকেরা অভিযোগ করে বলেন, এসব ঘর তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। ঘরের দরজা জানালা গুলো ভেঙ্গে পরছে। ঘরের চালায় নিম্ন মানের কাঠ ব্যবহার করা হয়েছে এবং চালায় কোন স্ক্রু সঠিকভাবে লাগানো হয় নি ফলে যেকোন সময় ঝড়ের কবলে ঘর গুলো উড়ে যেতে পারে। আষাঢ়ের বৃষ্টিতে ভেঙ্গে পড়েছে একটি ঘর। আরো জানা যায়, সামান্য বৃষ্টিতেই ঘর গুলো ভেঙ্গে পড়েছে ঝড় আসলে এই ঘরে থাকা ঝুকিপূর্ণ। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই ভয়ে অনেকে ঘরে উঠতেছে না। মেঝের সিমেন্টের পলেস্তারা উঠে যাচ্ছে। তাছাড়া এখানে নেই কোন পানি ও জ্বালানির ব্যবস্থা নেই, ফলে তারা ইচ্ছে থাকলেও ঘরে থাকতে পারছে না। প্রধানমন্ত্রীর উপহারে যদি থাকাই না যায় তাহলে সেই উপহারের কি লাভ এমনটা অভিযোগ করেছে ভুক্তভোগীরা। এ বিষয়ে গজারিয়া উপজেলা পি আই জানান, ঘরগুলো তাদের ৬ মাস আগে ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে ঘরগুলোতে তারা উঠছে না। ঘর গুলো রক্ষা করা দেখাশুনা করা তাদের দায়িত্ব। তারা ঘরে উঠছে না ফলে ঘরগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি তার ঘরে না উঠে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।