
মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (০৫জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রেসক্লাবের হলরুমে দৈনিক যায়যায়দিন পত্রিকার হরিপুর উপজেলা প্রতিনিধি কবিরুল ইসলামের সভাপতিত্বে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল কেক কেটে শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, হরিপুর থানার এসআই আবু ঈসা, উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য আনোয়ার হোসেন, সিএনএন বাংলা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি নুর মোহাম্মদ, দৈনিক ভোরের ডাক ও নিউজ ২১ টেলিভিশনের প্রতিনিধি মিজানুর রহমান মিজানসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন।