খুলনার দাকোপ উপজেলা নির্বাহী অফিসারের বাজার মনিটরিং জনসমাগম রোধে লকডাউন কার্যক্রম পরিদর্শন

স্বপন কুমার রায়, খুলনা থেকে: খুলনার দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস বাজার মনিটরিং জনসমাগম রোধে লগডাউন পালন কার্যক্রম পরিদর্শন করেন খুলনা থেকে স্বপন কুমার রায়ের তথ্যচিত্রে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় দাকোপবাসীদের সুরক্ষা রাখতে খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার নিদ্দেশনায় লকডাউনের চতুর্থদিনে আজ ৪ জুলাই রবিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস বাজার মনিটরিং জনসমাগমরোধ কার্যক্রম পরিদর্শন করেন। জনসচেতনার পাশাপাশি সকলকে ঘরে থাকার আহবান জানান। উপজেলার ,বাজুয়া, লাউডোব,খেয়াঘাট কৈলাশগঞ্জ এলাকায় টহল দিয়ে লক ডাউন পালন কার্যক্রম মনিটরিং করেন। জনসাধারণের উপস্থিতি ছিলো না , রাস্তা-ঘাট ছিল ফাঁকা ও দোকান-পাট বন্ধ ছিল। রোদ বৃষ্টি উপেক্ষা করে কঠোর বিধি নিষেধ মানাতে বাজুয় বাজার লাউডোব সহ বিভিন্ন হাট-বাজারে নিরলস ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। এসময় নির্বাহী অফিসার মিন্টুবিশ্বাস বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার গৃহহীন ও ভুমিহীনদের মাঝে দেওয়া সপ্নের ঘর পরিদর্শন করেন এবং তাদের খোজ খবর নেন। টহলে নির্বাহী অফিসারের সাথে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ নাছির উদ্দিনের নেতৃত্বে একটি টিম, লাউডোব ইউপি চেয়ারম্যান সরোজিত কুমার রায়, দাকোপ থানা পুলিশ, গনমাধ্যম কর্মি,, আনসার বাহিনীর সদস্য ও সিপিপি সদস্যরা উপস্থিত ছিলেন।