খুলনার দাকোপ উপজেলা প্রশাসন বিভিন্ন এলাকায় মনিটরিং টহল ও মানবিক সহায়তায় খাদ্য সামগ্রী বিতরণ

স্বপন কুমার রায় ,খুলনা ব্যুরো প্রধান: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় দাকোপবাসীদের সুরক্ষা রাখতে খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার নিদ্দেশনায় আজ ৩ জুলাই শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস এর নেতৃত্বে থানা পুলিশ,বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও পুলিশ সদস্যরা জনসচেতনার পাশাপাশি তাদেরকে ঘরে থাকার আহবান জানাচ্ছেন। করোনা প্রতিরোধে লক ডাউন পালনে নিয়মিত টহলের অংশ হিসাবে দাকোপে উপজেলা প্রশাসন বিভিন্ন এলাকায় মনিটরিং টহল ও মানবিক সহায়তা হিসাবে খাদ্য সামগ্রী বিতরন করেছেন। আজ ৩ জুলাই শনিবার সকাল থেকে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের কামিনিবাসীয়া, সুতারখালীর নলিয়ান বাজার, কামারখোলার কালীনগর বাজার, পানখালীর পোদ্দারগঞ্জ ঘাট, চালনা বাজার এলাকায় টহল দিয়ে লক ডাউন পালন কার্যক্রম মনিটরিং করেন। একই সাথে তিনি সুতারখালী ইউনিয়নে করোনায় কর্মহীন ৪ শ’ পরিবার এবং কামারখোলার ১ শ’ পরিবারের মাঝে স্ব-স্ব ইউনিয়ন পরিষদ এলাকায় খাদ্য সামগ্রী বিতরন করেন। বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা গোষ্ট বিহারী, লজিক প্রকল্পের উপজেলা ফ্যাসিলিলেটর পরিমল কুমার কর্মকরসহ সংশ্লিষ্ট ইউপি সদস্যবৃন্দ। বিতরনকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল, ডাউল, তৈল ও লবন। অপরদিকে লকডাউন কার্যক্রমের টহলে নির্বাহী অফিসারের সাথে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ নাছির উদ্দিনের নেতৃত্বে একটি টিম এবং আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া দাকোপ থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলীর নেতৃত্বে থানা পুলিশ পৃথকভাবে বিভিন্ন এলাকায় টহল দেয়।