
স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান:গোপন সংবাদের ভিত্তিতে দাকোপ থানা পুলিশের অভিযানে বিষ মিশ্রিত ৯২ কেজি বিভিন্ন প্রজাতির মাছ সহ একটি ট্রলার আটক করেছে দাকোপ থানা পুলিশ।ঘটনার সাথে জড়িত তিনজন কে আটক করে জেলহাজতে প্রেরন করেছে পুলিশ। থানা সুত্রে জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩জুলাই শনিবার দুপুর একটার দিকে খুলনা পুলিশ সুপার জনাব মোহম্মদ মাহবুব হাসান এর দিক নির্দেশনায় , পুলিশ সুপার(দক্ষিন) ও অতিরিক্ত পুলিশ সুপার(সি-সার্কেল দ্বয়ের তত্ত্বাবধানে দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলীর নেতৃত্বে এসআই( নিঃ) আবুসায়েম ফোর্স সহ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে পাইকগাছা থানার দিক থেকে খুলনা অভিমুখে আসা একটি ইঞ্জিনচালিত ট্রলার সিগনাল দিয়ে থামিয়ে চালনা লঞ্চঘাটের পল্টনে এনে ট্রলার টি চেককরে প্লাস্টিকের তিনটি ড্রামে বিভিন্ন প্রজাতির ৯২ কেজি বিষ মিশ্রীত মাছ পান। পরে মাছ ও ট্রলার টি জব্দ করেন। এসময় পাইকগাছাথানার শান্তা এলাকার আকবর হোসের পুত্র সিরাজুল ইসলাম(৫৫),বটিয়ঘাটা থানার বিরাট এলাকার মৃত জব্বার গাজীর পুত্র ওমরগাজী (৫০) একই এলাকার আতিয়ার সরদারের পুত্র হেদায়েত সরদার(৩০) আটক করা হয়।আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।