রুহিয়ায় বেড়েছে জ্বর মিলছে না ‘প্যারাসিটামল’

মোঃ আনোয়ার হোসেন, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঋতু পরিবর্তনের সাথে দিন দিন বেড়ে চলছে জ্বরের প্রাদুর্ভাব। ছোট বড় সকলের মাঝে করোনা ভাইরাসের আতঙ্ক বিরাজ করছে। রুহিয়ার ফয়েজ, সহিদুল, রশিদুল, রুস্তম সহ অনেকে জানান, বর্তমান দিনদিন জ্বর,সর্দি, কাশি বেড়ে চলছে। প্রাথমিক চিকিৎসা হিসেবে আমরা ‘প্যারাসিটামল, নাপা, এইচ ট্যাবলেট” খেয়ে থাকি। বেশ কিছু দিন থেকে রুহিয়ায় ফার্মেসীগুলোতে মিলছে না ‘প্যারাসিটামল, নাপা, এইচ” ট্যাবলেটসহ এই গ্রুপের অন্য কোন কোম্পানীর ঔষধ। ফলে বাধ‌্যহয়ে অন‌্য কোম্পানীর ঔষধ ক্রয় করতে হচ্ছে। এ বিষয়ে ফার্মেসীর মালিকদের কাছে জানতে চাইলে তারা বলেন, ছোটবড় দোকান ভেদে কিছু ঔষধ পাওয়া যাচ্ছে। আমাদের চাহিদার তুলনায় কোম্পানীগুলো আমাদের ঔষধ সরবরাহ করতে পারছে না। বিশেষ করে নাপা ট্যাবলেট, নাপা সিরাপ, এইচ ট্যাবলেট ও এইচ সিরাপ এর চাহিদা অন্য যেকোন সময়ের তুলনায় কয়েকগুন বেড়ে গেছে। গত দুই সপ্তাহের বেশি সময় ধরে ’প্যারাসিটামল’ গ্রুপের ঔষধ প্রথম সারির প্রায় সকল কোম্পানী সরবরাহ নেই বলা চলে।