খুলনার দাকোপে লকডাউন কার্যকর করতে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মাঠে আছে যৌথ বাহিনী

স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান: করোনা সংক্রমণ মোকাবেলায় সরকার ঘোষিত কঠোর লক ডাউন পালনে দাকোপে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মাঠে আছে যৌথ বাহিনী। উপজেলা সদর সহ সকল গুরুত্বপূূর্ন এলাকায় টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করতে দেখা যায়। শুক্রবার সকাল থেকে সেনাবাহিনী পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী উপজেলা প্রশাসনের নেতৃত্বে চালনা পৌরসভার আছাভূয়া, চালনা বাজার, বৌমার গাছতলা, পোদ্দারগঞ্জ ঘাট এবং পানখালী বরনপাড়া ঘাট এলাকায় টহল ও অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস,দাকোপ থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী এবং সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ জামাল উদ্দিন নেতৃত্বে ছিলেন। অনুরুপভাবে বৃৃহস্পতিবার লক ডাউনের প্রথম দিন সকাল থেকে উপজেলা সদর, চালনাা বাজার এবং পানখালী ও তিলডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাসের নেতৃত্বে পুলিশ, আনসার বাহিনী, সিপিপির সদস্যরা এবং চালনা পৌরসভার জনপ্রতিনিধিসহ দিনভর মাঠে ছিল প্রশাসন। এ সময় অন্যানের মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সি সার্কেল দাকোপ মোঃ রাশেদ হাসান ও দাকোপ থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী। গত দু’দিন উপজেলা সদর চালনা বাজারসহ উপজেলার জনগুরুত্বপূর্ন বাজুয়া বাজার, নলিয়ান, কালীনগর ও বটবুনিয়া বাজার এলাকার দোকানপাট বন্দ ছিল। তবে রাস্তায় মাঝে মধ্যে কিছু ভ্যান ও ইজিবাইক চলাচল করতে দেখা যায়। সাধারন মানুষদের ও খুব বেশী রাস্তায় বের হতে দেখা যায়নি।