
মাসুদ রানা:
কুমিল্লা জেলা শহরের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মুজিব আদর্শের সৈনিক একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা বর্তমান সময়ের জনপ্রিয় আইবিএন টেলিভিশন এর ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম খান ।ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধু কে মনে প্রানে বিশ্বাস করতেন ভালোবাসতেন বঙ্গবন্ধু সোনার বাংলার মুখ কে উজ্জল করতে প্রবাস জীবনে শত কষ্ট ব্যবস্থার মধ্য ও মুজিব আদর্শে মনে লালন করেন ধারন করেন।
শাহ আলম খান নিজের শ্রম মেধা পরিশ্রম দিয়ে প্রবাসে নিজের আয়ের কষ্টের অর্জিত অর্থ দিয়ে সরকারী সকল বিধি বিধান নিয়ম নীতি মেনে আইবিএন নিউজ পোর্টাল ও আইবিনএন টেলিভিশন নিয়ে কাজ শুরু করেন।
তারই ধারাবাহিকতায় সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যায় আইবিএন নিউজ পোর্টাল ও আইবিএন টেলিভিশন যাহা আজ দেশ ব্যাপি প্রশংসনীয় ।
একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে নিজেকে সব সময় আত্নমানবতার সেবায় বিলিয়ে দেওয়া যেনো তার মুল কাজ হয়ে দাঁড়িয়েছেন ।
করোনার এই মহামারীতে মানুষ যখন তাল মাতাল ঠিক তখনি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না’তাই মানবিক দিক বিবেচনা করে জনপ্রতিনিধির মতোই দেশের বর্তমান পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া নিজ থানাধীন এলাকায় অসংখ্য অসহায় হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা করেছেন শাহ আলম খান।
শাহ আলম খান নিজে একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হিসেবে সব সময় রেমিটেন্স যোদ্ধা দের নিয়ে ভাবেন,প্রবাসীরাও আমাদের সমাজের, আমাদের রাষ্ট্রের মানুষ। আমাদের কারও সন্তান, কারও পিতা, কারও ভাই, কারও আত্মার বন্ধন। জীবনের চাকা ঘুড়াতে কিংবা রাষ্ট্রের চাকা সচল করতে নিজের রক্তের বন্ধন দূরে ঠেলে দিয়ে প্রবাসে শত কষ্ঠের মাঝে, নিজের মাথার ঘাম পায়ে ফেলে জীবনের ঝুঁকি নিয়ে কষ্টার্জিত উপার্জন নিজের দেশে পাঠাচ্ছে অথচ দেশের মাটিতে-ই আজ তারা প্রবাসী।তাই তাদের যথাযত মর্যাদায় সম্মান প্রদর্শন করা উচিত বলে আমি মনে করি ।