করোনায় জনসচেতনতা বাড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সার্ভিস এন্ড রেসকিউ ওপেন স্কাউট গ্রুপ নওগাঁ স্বেচ্ছায় কাজ করছে

অন্তর আহম্মেদ নওগাঁ জেলা প্রতিনিধিঃকরোনায় জনসচেতনতা বাড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সার্ভিস এন্ড রেসকিউ ওপেন স্কাউট গ্রুপ নওগাঁ স্বেচ্ছায় কাজ করছে। করোনা ভাইরাস বিস্তার রোধে দেশে চলছে সাতদিনের কঠোর লকডাউন। এই লকডাউনে ঘড়ে বসে না থেকে মানুষের সেবার জন্য, জনসচেতনতা বাড়াতে সার্ভিস এন্ড রেসকিউ ওপেন স্কাউট গ্রুপ নওগাঁ আইনশৃঙ্খলা বাহিনী আর্মি, বিজিবি ও পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বেচ্ছায় কাজ করে যাচ্ছে। সার্ভিস এন্ড রেসকিউ ওপেন স্কাউট গ্রুপ, নওগাঁর ইউনিট লিডার ফরিদ আলম সহ দায়িত্বে ছিলেন,সার্ভিস এন্ড রেসকিউ ওপেন স্কাউট গ্রুপ নওগাঁর সদস্য মারুফ ইসলাম, ফাহিম ফায়সাল, মুসফিকুর রহমান, আবু জোবায়ের রিফাত, অভিজিত কুমার, বখতিয়ার রাফিদ সরদার, আশিক হোসেন, সজীব হোসেন ও তুর্য।সার্ভিস এন্ড রেসকিউ ওপেন স্কাউট গ্রুপ নওগাঁর ইউনিট লিডার ফরিদ আলম বলেন, করোনা মহামারীর ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। আমাদের বাংলাদেশেও দিনেদিনে বেড়েই চলছে করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস বিস্তার মোকাবেলার জন্য সরকার ঘোষিত সাত দিনের লকডাউন। এই সাত দিন আমরা রাস্তায় থাকব এবং মানুষের মাঝে সচেতনতা তৈরী করব। অযথাই কেউ যেন ঘোরাঘুরি করতে না পারে সেদিকে খেয়াল রাখব। এর আগেও দেশে ক্লান্তিলগ্নে যেকোনো দুর্যোগ মোকাবেলায় নিজের প্রাণ বাজি রেখে আমরা কাজ করেছি। যতদিন বাঁচবো আমরা কাজ করব ইনশাআল্লাহ।