কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে আছে পুলিশ- প্রশাসন

সোহেল রানা, ময়মসিংহ থেকে : আজ ১ লা জুলাই (বৃহস্পতিবার) কঠোর লকডাউনের প্রথম দিন অতিবাহিত হচ্ছে। ময়মনসিংহে লকডাউন বাস্তবায়নে মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক, ময়মনসিংহের নেতৃত্বে মাঠে রয়েছেন, জেলা ম্যাজিস্ট্রেট,আয়েশা হক, পুলিশ সুপার, মোহাঃ আহমার উজ্জামন,টিআই এডমিন, মাহবুব রহমান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, শাহ কামাল আকন্দ এবং জেলা পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর সমন্বয়ে গঠিত টিমের সাথে কথা বলে, প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন মোহাম্মদ এনামুল হক।