
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান: খুলনার দাকোপের লাউডোবের কালিকাবাটি এলাকার গৌরঙ্গ মন্ডল আলআমিন গাজীর স্ত্রী নাজমা বেগম কে প্রেমের ফাদে ফেলে ফুসলিয়ে নিয়েএলাকা ছাড়া। আলআমিন গাজী কোন খোজ খবর না পেয়ে হন্যে হয়ে সন্ধান করেছে। অভিযোগের সুত্রে যানা যায় খুলনা জেলার দাকোপের লাউডোব এর কালিকাবাটি (রুয়াকাটা) এলাকার আলামিন গাজী পিতামৃত শুকুরগাজী একই এলাকার মৃত শুকুর আলী শেখের কন্যা মোসাঃনাজমা বেগম ইসলামি শরিয়াত মতে সাত বছর পুর্বে বিবাহ হয়। তাদের একটি পাচ বছরের পুত্র সন্তান রয়েছে ।বিবাহের পর প্রায়শ সংসারের প্রতি উদাসীন থাকিয়া নিজের ইচ্ছা খুশি মতো চলাফেরা করিত বলিয়া দাকোপ থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানাজায়। ভুক্তভোগী আলআমিন গাজী একটি সাধারন ডাইরী দাকোপ থানায় যার নং৩৪৭/১০.০৬.২০২১ করে এবং পরবত্তিতে ২০.০৬.২০২১ তারিখ একটি অভিযোগ দাকোপ থানায় দায়ের করেছ। অভিযোগ সুত্রে জানাযায় আলআমিন গাজীর স্ত্রী নাজমা বেগম কে একই গ্রামের গৌরঙ্গ মন্ডল (৩৮) পিতামৃত শচীন্দ্রনাথ মন্ডল সহ তার দুই সহযোগী বিভিন্ন প্রলোভনে প্রবুদ্ধ করে ফুসলাইয়ে কোথায় নিয়ে গেছে। বাড়ী থেকে যাওয়ার সময় বাড়ীতে থাকা তরমুজ বিক্রির চারলক্ষ টাকাও দুইভরি স্বর্ণালংকার লইয়া চলিয়া যায়। আলআমিন গাজী তার স্ত্রী নাজমা বেগম কে অনেক খোজাখুজি করেও কোন সন্ধান মেলাতে পারিনী। বিষয় টি নিয়ে এলাকায় ব্যাপক চান্চল্য সৃষ্টি হয়েছে।আলমিন গাজী সকলের প্রতি সবিনয় অনুরোধ জানিয়েছেন যদিকেউ সন্ধান পায় তাহলে এই নম্বরে ০১৯৫২-২৬২১৬৬ জানাতে।