ঠাকুরগাঁও পৌরসভার ৬৫ কোটি ২৯ লাখ টাকার বাজেট ঘোষনা

মোঃ আনোয়ার হোসেন, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি : আগামী ২০২১-২০২২ অর্থ বছরকে সামনে রেখে ৬৫ কোটি ২৯ লাখ ২৫ হাজার তিন শত উনত্রিশ টাকার বাজেট ঘোষনা করেছে বলে জানান পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা। বুধবার দুপুরে পৌর মেয়র তার পৌরসভার সভা কক্ষে আয়-ব্যায়ের হিসাব তুলে ধরে সাংবাদিকদের সাথে বাজেট বিষয়ে মতবিনিময় সময় তিনি বলেন সরকারের রাজস্ব আয়কে গুরুত্ব দিয়ে এই বাজেট ঘোষনা করা হয়েছে । এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র সুদাম সরকার, সচিব রাশেদুর রহমান, কাউন্সিলর নজরুল ইসলাম, দ্রৌপতিদেবী আগারওয়ালাসহ অন্যান্য কাউন্সিলর এবং বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ। পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং তিনি সকলের আন্তরিক সহযোগিতার মধ্য দিয়ে ঠাকুরগাঁও পৌরসভাকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।